শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

আত্মহনন

চূর্ণ করে অঙ্ক সকল
ভাঙ্গল বন্ধ সাধ ,
না কিছুতেই হারিয়ে যাব
ছিঁড়ব পাতা ফাঁদ।
আজ যদি ঐ কাল বিকেলের
মরন চাপতে চায়,
জীবন ধরে বাঁচব কবে
চরন আস্তে ধায়।
হা হুতাশে হাপিত্যেশে
চোখের জল গো নাকে,
কানা শালিক ডাকে একা
ডাকে আবার কাকে ?
                                        (এ বি এম এহসান উল্লাহ খান)

হলুদাভ

সিরামিকের শাদা ফুলদানিটা বাম হাত থেকে ছেড়ে দিয়েছিলাম,কালো শক্ত মেঝেতে পড়ে চুরমার হয়ে যাক।বেশ কিছু সময় তো লাগে পড়ে জেতে,তারপর ভেঙ্গে যেতে,তাই আবার ডান হাতে ধরেছি ,ভেঙ্গে যাবার কিছু আগে।
ফুলদানিটা কারো খোঁপায় ছিল তাই ভাঙ্গতে গেলে নিজেই ভেঙ্গে যাচ্ছি বলে মনে হয়।
এই ঘরের হলুদ আলো ছাড়া আর কোন রঙ নেই,একটা মাত্র জানালায় নীল রঙ।সে জানালার ফাক গলে হাত টা বাইরে নিলে হাতে শুধু নীল রঙ লেপটে যায়।ঘরময় হলুদ আর জানালার নীল রঙ মিলে কবে যে কি রঙ হয় সে আশঙ্কাও আসে মনে ।
নীল জানালায় একটা শাদা মুখ চোখে পড়ল।
কিছু বলবে নাকি? নাকি ভিক্ষে চায় ! বললাম কিছু বলতে ।
এটাও বুঝলাম চোখ নেই মেয়েটার কিন্তু তবু যেন দেখছে।
-আপনার শাদা বিড়াল টা একটু পরে বাঘ হয়ে আপনাকে খেয়ে ফেলবে ।
আমি বলতে ভুললাম না যে বিড়াল টা তো দেয়ালের পেইন্টিং এ ছিল, সেখান থেকে লাফ দিয়ে
পাশে এসে বসল ।ঘরময় আমি আর সে । কেটে গেছে অনেক মুহূর্ত,একটি বারের জন্যও সে আমার টুকরো টুকরো নিঃশ্বাস গুলো খেয়ে ফেলেনি ।সে বাঘ হবে কেন !
-কারন আপনি মনে করেন অথবা একটু পরেই মনে করবেন সে আপনাকে বাঘ হয়ে খাবে ।
-তারপর ?
-তারপর এই ঘরে শুধুই শুন্যতা,বিড়াল টা আবার পেইন্টিং এ ফিরবে।আসলে আপনার দরকার ছিল একটা রক্ত গোলাপ ।
-গোলাপ পাব কোথায় ?
-আপনার সব রক্ত যদি এই ঘরময় ছড়িয়ে যায় তাহলে একটা গোলাপ হতে পারতো কিন্তু সেতা রাখবেন কোথায় ফুলদানিটা তো ভাঙ্গা !
-না না ভাঙ্গেনি ।
-ভেঙ্গেছে ,বাম থেকে ডান হাতে যাবার অনেক আগেই চুরমার ।
মেয়েটা চলে যাচ্ছে ,হেসে হেসে,কত সুন্দর সেই হাসির শব্দ।এই হলুদ ঘর আর হলুদ হয়ে এল।
বাইরে থেকে তালাবদ্ধ এই ঘরটার দরজায় আস্তে আস্তে টোকা দিয়ে কি বলব ,"এই যে কেউ কি আছেন ?খুলুন অথবা ভেঙ্গে ফেলুন না !আমাকে বাইরে প্রবেশ করতে দিন"
বিড়াল টা বাঘ হয়ে বসে আছে ।চোখ দুটো কি ভীষণ কালো !বাঘের চোখ ক্ষোভে কালো হয় ?
এমন একটা ইচ্ছে এসেছিল, মনে হয় বলি,ভালবাসা না থাকলেই কি সব বিড়াল কে বাঘ হয়ে যেতে হয় ?
বলা হয়নি।
আমি এখন লাল একটা ঘরে।
আমার পায়ে বড় বড় নখ।বড় হয়েই যাচ্ছে!!!
                                                                            (এ বি এম এহসান উল্লাহ খান)

আষাঢ়ে নয় শ্রাবণে

পকেটে রাখা ছবিটা ভেজাই ছিল
ভিজে গেল বৃষ্টিতে,
ছাতাটা ভেঙ্গে গেছে অনেক আগে
হারামির মত ।
অন্ধকারে এভাবে পরে যায় মুভিতে
পরে গেলাম আমিও,
শিকড় না উপড়ে গেলেও বুড়ো আঙ্গুলের
নখ উপড়ে গেছে ।
রক্তের রঙ অন্ধকারে কালোই হয়
না ,না, নীল বলার অযৌক্তিক কারণও নেই।
খুড়িয়ে খুড়িয়ে কোথায় জাচ্ছি জানিনা,
তবে বুঝতে পারলাম ,
ভেজা ছবিটা হাত থেকে মিলিয়ে গেছে আঁধারে,
হয়তবা ভিজছেই ,
অনেকদিন শুকনো ছিলত !
ছবিটা আমি চুরি করেছিলাম
ছোট ফুফুর ঘর থেকে
আমার মায়ের ছবি ।
                                                      (এ বি এম এহসান উল্লাহ খান)

তোমরা

ভালো মানুষ হৃদয় তোমার
আকাশ থেকেও বড়,
হৃদয় মাঝে আকাশ পোষ 
সলীল বক্ষে ধর ।
তোমার থেকে ধার করব
অনেক রঙের গুণ,
তখন দেখো মানুষ হব
ধরবেনা আর ঘুণ।
খুব অল্প এই সময়ে
থাকব নেশায় পড়ে ,
নেশায় নেশায় দুপুর বেলায়
মর্মে কড়া নড়ে ।
আমার আঁধার অনেক গাঢ়
চোখের আলো শেষ ,
তোমার আলো পড়লে চোখে
থাকবে আশার রেশ।
( নয়ন এবং অপূর্ব দুজন ভালো মানুষের প্রতি)
                                                                              (এ বি এম এহসান উল্লাহ খান) 

কাকঘুম

  ডরমিকামে বুদ হয়েছ 
দিন হয়েছে রাত,
এখন আলো নেভাই থাকে
সন্ধ্যা কিবা প্রাত ।
ছিটকে গেলে নীহারিকা
উল্কা ঝরে ত্রস্ত,
নক্ষত্র হাত তালি দেয়
ব্যাঙ্গ হাসি গ্রস্থ।
একবার কি দেখবে তুমি
তোমার চোখের ভুল ?
নাকি আয়না ঘোরেই রবে
নড়বে না এক চুল?
বন্ধ দ্বারে নড়বে কড়া
কানটা পেতে থেকো,
কাকঘুমেরই শিকল পরা
          তবু স্বপ্ন দেখো ।                 (এ বি এম এহসান উল্লাহ খান) 

শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

আষাঢ়ে নয় শ্রাবণে

 পকেটে রাখা ছবিটা ভেজাই ছিল 
ভিজে গেল বৃষ্টিতে,
ছাতাটা ভেঙ্গে গেছে অনেক আগে
হারামির মত ।

অন্ধকারে এভাবে পরে যায় মুভিতে
পরে গেলাম আমিও,
শিকড় না উপড়ে গেলেও বুড়ো আঙ্গুলের
নখ উপড়ে গেছে ।
রক্তের রঙ অন্ধকারে কালোই হয়
না ,না, নীল বলার অযৌক্তিক কারণও নেই।

খুড়িয়ে খুড়িয়ে কোথায় জাচ্ছি জানিনা,
তবে বুঝতে পারলাম ,
ভেজা ছবিটা হাত থেকে মিলিয়ে গেছে আঁধারে,
হয়তবা ভিজছেই ,
অনেকদিন শুকনো ছিলত !

ছবিটা আমি চুরি করেছিলাম
ছোট ফুফুর ঘর থেকে

আমার মায়ের ছবি ।

                                      (এ বি এম এহসান উল্লাহ খান) 

তোমরা

ভালো মানুষ হৃদয় তোমার 
আকাশ থেকেও বড়,
হৃদয় মাঝে আকাশ পোষ 
সলীল বক্ষে ধর ।

তোমার থেকে ধার করব
অনেক রঙের গুণ,
তখন দেখো মানুষ হব
ধরবেনা আর ঘুণ।

খুব অল্প এই সময়ে
থাকব নেশায় পড়ে ,
নেশায় নেশায় দুপুর বেলায়
মর্মে কড়া নড়ে ।

আমার আঁধার অনেক গাঢ়
চোখের আলো শেষ ,
তোমার আলো পড়লে চোখে
থাকবে আশার রেশ। 

( নয়ন এবং অপূর্ব দুজন ভালো মানুষের প্রতি)

                                               (এ বি এম এহসান উল্লাহ খান) 

রবিবার, ২২ জুন, ২০১৪

অনুধ্যান

কাছে গেলে কাছের মানুষ 
দূরে চলে যায়,
দূরে থেকেই কাছে থাকা 
কাছে থেকে নয় ।

পা পড়লে চাঁদের গায়ে
চাঁদ হয়ে যায় মাটি,
এক ঘরেতে পড়লে মরে
চতুরঙ্গের গুটি।

দূর যখন নিকট হল
আবার দূরের পালা,
একই ঘরে জীবন গেল
কাগজ ফুলের মালা।

নিজের ছবি নিজের চোখে
ভ্রমের ভাণ্ড তবু,
কোনদিন কি পেলাম খুজে
আত্ম মাঝের প্রভু !!!!

                                      (এ বি এম এহসান উল্লাহ খান) 

সোমবার, ৯ জুন, ২০১৪

অশ্রুত

ধীরে ধীরে ভিড়ে 
হয়ে যাই একা ,
শত কোলাহলে
নিরিবিলি থাকা।

কেমন যেন খারাপ লাগে
গোপনে মন ভাঙ্গে ,
ভাব আছে তো,শব্দ কোথায় ?
শব্দ গভীর গাঙে।

এরপর কি মিশেই যাব
কষ্ট জাঁতাকলে ?
মিশে গিয়ে নিঃশেষিত
প্রশ্ন মনে দোলে।

কাকে বলি মনের গল্প?
ঝিম মেরেছি ভোরে ,
বুকের কূপে ছাইয়ের গন্ধ
ঝিম মারলেও পোড়ে।

                                       (এ বি এম এহসান উল্লাহ খান) 

রবিবার, ২৫ মে, ২০১৪

শূন্যে .........।

যখন তুমি দুঃখ পেলে
কষ্ট হল জল,
চোখ দিয়ে যেই নামতে গেল
হল শ্রাবণ ঢল।
নিয়ম যখন থমকে যাওয়া
শেষের একটু আগে ,
শোক গুলো সব জমিয়ে রাখি
সুখের আগে ভাগে ।
এখন তো আর পা পড়েনা
শূন্যে হাটি ভেসে,
তুমিও কাঁদো দেখতে থাকি
হেসো কান্না শেষে।
                                    (এ বি এম এহসান উল্লাহ খান) 

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

জাগে অন্ধকার

তুমি কেন পালিয়ে গেলে 
জানতে চাইনা আর,
জানি শুধু পাতার আড়ে 
জমাট অন্ধকার।

সেই আঁধারে সন্ধ্যাবেলায় 

ডেকেছিলে তিনবার,
অভিমানে মন ভাসালে ভেলায়
ভেসে আসে চিৎকার।

জেগেছে হৃদয় ভুলেছি তোমায়
তুমিও ভুলেছ ঋণ,
তবুও দ্বিধায় কিছুটা সময়
জাগে ভুলে যাওয়া দিন।

                                    (এ বি এম এহসান উল্লাহ খান)

অদৃশ্য ফ্রেম

থেমে যেতে যেতে এতকাল একা
মরমের রঙ কালো,
ভুলে যেতে যেতে গতকাল দেখা
ভুলে গেলে হত ভালো।

এক চোখেতে আটকে পড়ে
থমকে হলাম ছবি,
ছবি হয়েই বেচে থাকা
হারিয়ে গেছে সবি।

এই ভুবনে অঙ্গনেতে দীর্ঘ
চলার যাত্রা,
বন্ধু তোমরা অন্তরেতে
গড় শক্তি মাত্রা
                            (এ বি এম এহসান উল্লাহ খান)

রংধনু নেই

কালো মেঘের দল ছুটে চল
সাতার কাটব আজ,
আকাশ কাপবে মেঘের ভয়ে
সকাল হতে সাঁঝ।

সব গলিতে হানা দিব 
ঝরবে কান্না জোরে,
কান্না শেষে হালকা হবে
দুঃখ হাসির তোরে ।

একদিন এক নীল সকালে
খেলবে মিষ্টি রোদ,
প্রতিশ্রুতি রংধনুরও
ভাঙ্গবে অবরোধ ।

                               (এ বি এম এহসান উল্লাহ খান)

কাঠের মালা

সেদিন মেলায় সন্ধ্যা বেলায়
মেলা ভাঙ্গার আগে,
ভিড়ের খেলায় অবহেলায়
সুপ্ত চক্ষু জাগে ।

এইভাবে এই ভিড়ের আরে
নিজের কান্না শুনি ,
অভিযোগের তীব্র বাণে
বুকটা অশ্রুদানি।

নীলচে রঙের কাঠের মালা
দোকান থেকে হাসে,
বিদ্রুপ কি ঝলসে ওঠে
হাসির আশে পাশে ?

কিনে নিলাম কাঠের মালা
আমার হয়েই থাক,
অন্য গলায় যেদিন যাবে
করবে দুঃখ ভাগ ।

                        (এ বি এম এহসান উল্লাহ খান)

অন্তহীনে

তারার বুকে অংক কষি 
জমিন পাতার ফর্দ শেষ 
হারিয়ে যেতে আকাশ লাগে 
উড়া উড়ি লাগছে বেশ ।

ঘরের মায়া হারিয়ে গেছে 
বুকটা থাকবে খালি 
নোনতা জলে বুকটা ভরুক 
থাকুক মুখের কালি।

মাটির নীড়ে পড়ুক আবেগ
কথা বলার সময় নেই
ভুল দোটানায় অহম উড়ুক
পরুক মৌন ভুলুক খেই ।

নাইবা গেলে কান্না পাড়ায়
মনটা থাকুক আধারে
মশাল জ্বেলেই আধার আনো
আলো বনের দুধারে ।

সুখ অসুখের অবাক মেলায়
খোজা খুজির সময় শেষ
মিলিয়ে যাওয়া বর্তমানে
অতীত নামের হাপিত্যেশ ।

যা মনে চায় বলুক তোমার
নিষেধ করা চোখের জল
অনেক দামে কিনে কেন
তোমার বৃথা শ্রাবণ ঢল ।

হটাৎ সময় আগের পরের
দৈত্য হবে রাতের ঘুম
ইচ্ছা খেলা তবুও জেনো
স্বপ্ন দণ্ডে পড়বে ধুম ।

                          (এ বি এম এহসান উল্লাহ খান)

কল্পনা

তোমার কাছেই মনটা জমা 
তোমার মনেই সব ,
সব দিয়ে তাই এখন আমি 
অর্ধ পচা শব ।

তবু জেন অনেক ভালো 
জীবন সুরের ঘর ,
তোমার জন্য সব ভোলা যায় 
সব করা যায় পর।

তোমার চোখে এমন মায়া !
দৃষ্টিহীনের সুখ,
তাইতো যেন সবটা সময়
আজন্ম উৎসুক।

যখন শুধুই আধার দেখি
কুয়াশায় সব ভাসা,
কাল চোখের অথৈ আকাশ
মেলে উত্তমাশা ।

জানি তুমি শুধুই বল
থাকবে জীবন জুড়ে ,
তবু কি জান?সংশয়টা
থাকে হৃদয় মুড়ে।

ধর,তুমি হারিয়ে গেলে
জীবন মোড়ের বাঁকে,
জীবন জুড়ে মশার কামড়
স্প্রে করবেটা কে!!!!

                           (এ বি এম এহসান উল্লাহ খান)

ঘুমপুরী

ঘুমিয়ে ঘুমিয়ে পারি দিলাম 
ব্যাথার রাজ্য পার,
সব ব্যাথা তাই অনেক দূরের 
অদ্ভুত পারাবার।

এক খেয়ালেই কেটে গেল
স্বর্গ ছোঁয়ার কাছে,
স্বপ্ন মাঝেই রাজা আমি
রাজ্য আমার আছে।

এই এখানে ঘুম পুরীতে
ধুম লেগে যায় নিত্য,
আসতে পার চাইলে তুমি
ভেঙ্গে অহম বৃত্ত।

প্রবেশ সহজ খোলা আছে
সোনার সিংহদ্বার,
ঢুকতে শুধু ইচ্ছা লাগে
ইচ্ছাতে উদ্ধার ।

                      (এ বি এম এহসান উল্লাহ খান)

জানালা

এই আমি এই পাশে 
বন্ধ জানালা,
খুললে পরবে চোখে
ভুলেও খুলনা ।

সারারাত আবৃত্তি 
শিশিরের ঝরা,
অসীম আকাশ একা
তারাদের খরা ।

নিশাচর ভুল পথে
পথের আড়াল,
উড়াল দিলাম রথে
ফেলে গতকাল।

জোনাকির মালা যদি
গেথে ফেল ভুলে,
ভালবেসেই রেখে দিও
জানালা খুলে ।

পথ খুজে পেয়ে যদি
ফিরি কোনদিন ,
ভালবাসা তুলে নিব
শুধিব সে ঋণ।

                     (এ বি এম এহসান উল্লাহ খান)

চেতনা ৭১

রক্ত ভরা ভালো লাগা 
জীবন তেঁতো স্বাদ।
মুক্তি পাগল শিকল ছাড়া
বিজয়ের আহ্লাদ।

এই মাটিতে কষ্ট পোঁতা 
যন্ত্রণারই খনি,
এই এখানে ঘুমানো স্বপন
মন্ত্রণারই ধ্বনি
                         (এ বি এম এহসান উল্লাহ খান)

ভয়

একদিন পর আগের কথা 
ভোলা যায় তো সবি,
সব ভুলে যাও স্বপ্ন আনো 
নতুন দিনের ছবি।

হাসির মাঝে মুক্ত ঝরাও 
অন্তরটা ভয়ে,
ভয় পেয়ে কি কান্না আসে 
হৃদযন্ত্র ক্ষয়ে?

ভয় পেওনা ফিরেই গেছি
মুক্ত তোমার মন,
রিক্ত আমার শূন্য ভুবন
সঙ্গী অনশন।

আজ প্রভাতের নতুন আলো
কাটুক আগের কালো,
কালো মাঝের এই আমাকে
ভোলাটাই তো ভালো।

অনেক খানি পথের মায়া
আঁকড়ে ধরে ক্ষণ,
অনেক দূরে যাব চলে
জানবে না তোর মন।

                               (এ বি এম এহসান উল্লাহ খান)

THE DEPTH OF THE SIGH

yes,the spring has almost come 
the amazing depth of the sky
amuses my soul which remains stick to 
the infinite ocean of blue that becomes 

allured by the kiss of the soft memoirs

and the touched breeze that hugs
the light green leaves of the antique
tree.

In that infinite blue there remains
a steady falcon,may be it also knows
the words that were sacrificed to
your feet long ago in the tightened
silence in some anonymous dusk.

                                                              (A.B.M. Ehsaan Ullah Khan)

INTANGIBLE

A passion that touches heart
when i stay in darkened part
and all about light i cry then
nothing comes but an omen
that tells to leave my whole life
in a circled bar of hollow rife.

gonna be mixed with the black
thrown away from the plaque
and after it's happened off,
i can have me touched hop
but not its real taste vision felt,
only its fragrance can be smelt.

i dare though i not have my bone and skin
despite i touch you with my intangible chin.

                                                                            (A.B.M. Ehsaan Ullah Khan)

THE SPRING: a journey to infinity

Last night in the dream 
walking by the way 
"shonalu"the team 
illuminating my day.


Two sides of the path
fired by the glow,
only of the dazzled
yellow in the flow.

Nobody but me
along with soul,
whispering my heart
journey with owl.

                            (A.B.M. Ehsaan Ullah Khan)

ভেজা দিনের গান

দুই প্রহরেই শেষ হয়েছে 
কথা বলার মেলা,
কথা শেষের অজুহাতে 
ভ্রষ্ট সকল বেলা।

তারপর এক অবাক খেলায়
অস্থির এই মন
বৃষ্টি ভেজা আদ্র মনের
গোপন সংকলন।

ভেজা আধার নীরবতা
পলক আঁটকে পরে,
সম্মোহনে মনের পাড়া
হৃদয় খুজবে কারে ?

                        (এ বি এম এহসান উল্লাহ খান)

কালো টিপ

বৈশাখে তুমি এলে 
খোঁপা চুল বাঁধা,
চাপাফুল খোঁপা জুড়ে
চোখে লাগে ধাঁধাঁ।

যতদূর চোখ যায় 
খোঁজ কেন তারে,
নাইবা আসলো কাছে
হারিয়েছ যারে।

চোখেতে কাজল রাখ
কালো টিপ পড়ে ,
কাজল কি ধুয়ে যাবে
চোখেরও জলে ?

কোনদিন যদি সে
কাছে এসে বলে,
সেই সে মায়াবি চোখ
কেন হারালে ?

জবাব কি আছে রাখা
আঁচলের গিটে ?
তবে ধুয়ে যেতে দাও
যেতে দাও টুটে।

                    (এ বি এম এহসান উল্লাহ খান)
                     

নীল পরী

বুক পকেটে ঘুমিয়ে আছে
ঘুমন্ত নীল পরী ,
ঘুমিয়ে থাকুক মায়া চোখের
নীলরঙা অপ্সরী।

হটাত যখন হৃদয় মাঝে
তোমার সুরটা বাজে,
বধির তখন সকল দুয়ার
সকাল দুপুর সাঁঝে।

লক্ষ মুক্তো মনির মালা
তোমার হাসির দাম,
ঘুমিয়ে যখন একটু হাস
সপ্নে অবিরাম।

এইভাবে এই জনমটা যাক
খেয়াল রাজ্যে মগ্ন ,
তোমার ঘোরে যাকনা কেটে
এই জীবনের লগ্ন।

তোমার খোঁপায় দিলাম গুজে
রক্ত জবার মালা,
নীল পরীটা লাল হল আজ
রিক্ত হবার পালা।

জনম জনম থাকবে তুমি
এই বুকটা জুড়ে,
চলে গেলে শূন্য হবে
যাবে সুখটা উড়ে ।

তোমার হাতটি হাতে নিয়ে
পথিক হবার আশা,
আশাই শুধু আর কিছু নয়

আমার ভালবাসা 
                     (এ বি এম এহসান উল্লাহ খান)

A PURPLE KITE

when the steps go away
mind wants to say a pray
and nothing comes in light
to illuminate the inner fright
then i always remind my soul
to take the trans state a goal.

when u dont usually think
of my real nature,a bleak
wind goes over my heart
that fears me to be hurt .

when u were not in the night
i slept dreaming purple kite
that took the shape of apparition
dreams were full of hesitation.

now,behind the purple kite u remain
dreams with your touch stay fully plane.

                                                                        (A.B.M. Ehsaan Ullah Khan)

শীতের আগুন

ঢিল ছুড়ে এই বুক নদীতে
গায়েব হয়ে রও , 
আমার ব্যথা অনুভবেই 
একটুখানি সও।

বুঝবে কি আর কোনদিন
গহীন জলের মরণ,
বুঝলে কি আর পারতে তুমি
সুখ করতে হরন ?

অঙ্গুলিতে কলম পোতা
উধাও লেখার কাগজ,
অভিযোগের সুর তুললাম
পথেই লেখা সহজ ।

হেমন্ত শেষ শিশির তোমার
চোখের কোনে জল ,
শীত আসলেই হিমাংকতে
থাকবেনা ছল ছল ।

শপথ রইল পরের শীতে
কুয়াশায় যাব মিশে,
তবু দুঃখ প্রদীপ জ্বলবে
তোমার সুখের বিষে।

                                       (এ বি এম এহসান উল্লাহ খান)

শুক্ল প্রহর


শেষ দেখাতে প্রথম দেখার 
পলক পড়ল মনে,
এমনি করে পর হয়ে যায়
শত আপনজনে।

প্রশ্ন করি উত্তরটা পাওয়ার
জন্য নয়,
শুধুই কাছে থাকে যারা
আপন তারেই কয় ?

নীলাভ আকাশ অনেক দূরে
সবার কাছের সঙ্গী,
সজল চোখে সজল প্রকাশ
করুনতর ভঙ্গি।

পর যে হলে কাছের মানুষ !
দূরের ঘরে একলা,
নিমেষ মাঝে ভাসব চোখে
প্রহর হলে শুক্লা ।

                                          (এ বি এম এহসান উল্লাহ খান)
                        

প্রজাপতির মিছিল

আজ বৃষ্টির প্রথম ফোঁটায় 
হৃদয় গেছে ভিজে,
চোখ বুজলেই ভেজা হৃদয়
ভালো লাগছে কি যে !

ঘোরের মাঝে গোলাপ ঘ্রাণে 
অজানায় যাই চলে ,
কেমন শীতল মিষ্টি মায়ার
সুখের সংজ্ঞা দোলে।

এলোমেলো সুর বাজছে মধুর
বিস্মৃত সব হাসি,
পেটের মাঝে প্রজাপতির
মিছিল দিবানিশি ।

থমকে গিয়ে সত্যি যদি
বিন্দুতে যাই মিশে,
এমনি করে হারিয়ে যাবার
জুড়ি মিলবে কিসে ?

                                        (এ বি এম এহসান উল্লাহ খান)