বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

প্রজাপতির মিছিল

আজ বৃষ্টির প্রথম ফোঁটায় 
হৃদয় গেছে ভিজে,
চোখ বুজলেই ভেজা হৃদয়
ভালো লাগছে কি যে !

ঘোরের মাঝে গোলাপ ঘ্রাণে 
অজানায় যাই চলে ,
কেমন শীতল মিষ্টি মায়ার
সুখের সংজ্ঞা দোলে।

এলোমেলো সুর বাজছে মধুর
বিস্মৃত সব হাসি,
পেটের মাঝে প্রজাপতির
মিছিল দিবানিশি ।

থমকে গিয়ে সত্যি যদি
বিন্দুতে যাই মিশে,
এমনি করে হারিয়ে যাবার
জুড়ি মিলবে কিসে ?

                                        (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন