শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

আত্মহনন

চূর্ণ করে অঙ্ক সকল
ভাঙ্গল বন্ধ সাধ ,
না কিছুতেই হারিয়ে যাব
ছিঁড়ব পাতা ফাঁদ।
আজ যদি ঐ কাল বিকেলের
মরন চাপতে চায়,
জীবন ধরে বাঁচব কবে
চরন আস্তে ধায়।
হা হুতাশে হাপিত্যেশে
চোখের জল গো নাকে,
কানা শালিক ডাকে একা
ডাকে আবার কাকে ?
                                        (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন