রবিবার, ২২ জুন, ২০১৪

অনুধ্যান

কাছে গেলে কাছের মানুষ 
দূরে চলে যায়,
দূরে থেকেই কাছে থাকা 
কাছে থেকে নয় ।

পা পড়লে চাঁদের গায়ে
চাঁদ হয়ে যায় মাটি,
এক ঘরেতে পড়লে মরে
চতুরঙ্গের গুটি।

দূর যখন নিকট হল
আবার দূরের পালা,
একই ঘরে জীবন গেল
কাগজ ফুলের মালা।

নিজের ছবি নিজের চোখে
ভ্রমের ভাণ্ড তবু,
কোনদিন কি পেলাম খুজে
আত্ম মাঝের প্রভু !!!!

                                      (এ বি এম এহসান উল্লাহ খান) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন