তোমার কাছেই মনটা জমা
তোমার মনেই সব ,
সব দিয়ে তাই এখন আমি
অর্ধ পচা শব ।
তবু জেন অনেক ভালো
জীবন সুরের ঘর ,
তোমার জন্য সব ভোলা যায়
সব করা যায় পর।
তোমার চোখে এমন মায়া !
দৃষ্টিহীনের সুখ,
তাইতো যেন সবটা সময়
আজন্ম উৎসুক।
যখন শুধুই আধার দেখি
কুয়াশায় সব ভাসা,
কাল চোখের অথৈ আকাশ
মেলে উত্তমাশা ।
জানি তুমি শুধুই বল
থাকবে জীবন জুড়ে ,
তবু কি জান?সংশয়টা
থাকে হৃদয় মুড়ে।
ধর,তুমি হারিয়ে গেলে
জীবন মোড়ের বাঁকে,
জীবন জুড়ে মশার কামড়
স্প্রে করবেটা কে!!!!
(এ বি এম এহসান উল্লাহ খান)
তোমার মনেই সব ,
সব দিয়ে তাই এখন আমি
অর্ধ পচা শব ।
তবু জেন অনেক ভালো
জীবন সুরের ঘর ,
তোমার জন্য সব ভোলা যায়
সব করা যায় পর।
তোমার চোখে এমন মায়া !
দৃষ্টিহীনের সুখ,
তাইতো যেন সবটা সময়
আজন্ম উৎসুক।
যখন শুধুই আধার দেখি
কুয়াশায় সব ভাসা,
কাল চোখের অথৈ আকাশ
মেলে উত্তমাশা ।
জানি তুমি শুধুই বল
থাকবে জীবন জুড়ে ,
তবু কি জান?সংশয়টা
থাকে হৃদয় মুড়ে।
ধর,তুমি হারিয়ে গেলে
জীবন মোড়ের বাঁকে,
জীবন জুড়ে মশার কামড়
স্প্রে করবেটা কে!!!!
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন