ঢিল ছুড়ে এই বুক নদীতে
গায়েব হয়ে রও ,
আমার ব্যথা অনুভবেই
একটুখানি সও।
বুঝবে কি আর কোনদিন
গহীন জলের মরণ,
বুঝলে কি আর পারতে তুমি
সুখ করতে হরন ?
অঙ্গুলিতে কলম পোতা
উধাও লেখার কাগজ,
অভিযোগের সুর তুললাম
পথেই লেখা সহজ ।
হেমন্ত শেষ শিশির তোমার
চোখের কোনে জল ,
শীত আসলেই হিমাংকতে
থাকবেনা ছল ছল ।
শপথ রইল পরের শীতে
কুয়াশায় যাব মিশে,
তবু দুঃখ প্রদীপ জ্বলবে
তোমার সুখের বিষে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
গায়েব হয়ে রও ,
আমার ব্যথা অনুভবেই
একটুখানি সও।
বুঝবে কি আর কোনদিন
গহীন জলের মরণ,
বুঝলে কি আর পারতে তুমি
সুখ করতে হরন ?
অঙ্গুলিতে কলম পোতা
উধাও লেখার কাগজ,
অভিযোগের সুর তুললাম
পথেই লেখা সহজ ।
হেমন্ত শেষ শিশির তোমার
চোখের কোনে জল ,
শীত আসলেই হিমাংকতে
থাকবেনা ছল ছল ।
শপথ রইল পরের শীতে
কুয়াশায় যাব মিশে,
তবু দুঃখ প্রদীপ জ্বলবে
তোমার সুখের বিষে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন