শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

কাকঘুম

  ডরমিকামে বুদ হয়েছ 
দিন হয়েছে রাত,
এখন আলো নেভাই থাকে
সন্ধ্যা কিবা প্রাত ।
ছিটকে গেলে নীহারিকা
উল্কা ঝরে ত্রস্ত,
নক্ষত্র হাত তালি দেয়
ব্যাঙ্গ হাসি গ্রস্থ।
একবার কি দেখবে তুমি
তোমার চোখের ভুল ?
নাকি আয়না ঘোরেই রবে
নড়বে না এক চুল?
বন্ধ দ্বারে নড়বে কড়া
কানটা পেতে থেকো,
কাকঘুমেরই শিকল পরা
          তবু স্বপ্ন দেখো ।                 (এ বি এম এহসান উল্লাহ খান) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন