শেষ দেখাতে প্রথম দেখার
পলক পড়ল মনে,
এমনি করে পর হয়ে যায়
শত আপনজনে।
প্রশ্ন করি উত্তরটা পাওয়ার
জন্য নয়,
শুধুই কাছে থাকে যারা
আপন তারেই কয় ?
নীলাভ আকাশ অনেক দূরে
সবার কাছের সঙ্গী,
সজল চোখে সজল প্রকাশ
করুনতর ভঙ্গি।
পর যে হলে কাছের মানুষ !
দূরের ঘরে একলা,
নিমেষ মাঝে ভাসব চোখে
প্রহর হলে শুক্লা ।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন