বৈশাখে তুমি এলে
খোঁপা চুল বাঁধা,
চাপাফুল খোঁপা জুড়ে
চোখে লাগে ধাঁধাঁ।
যতদূর চোখ যায়
খোঁজ কেন তারে,
নাইবা আসলো কাছে
হারিয়েছ যারে।
চোখেতে কাজল রাখ
কালো টিপ পড়ে ,
কাজল কি ধুয়ে যাবে
চোখেরও জলে ?
কোনদিন যদি সে
কাছে এসে বলে,
সেই সে মায়াবি চোখ
কেন হারালে ?
জবাব কি আছে রাখা
আঁচলের গিটে ?
তবে ধুয়ে যেতে দাও
যেতে দাও টুটে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
খোঁপা চুল বাঁধা,
চাপাফুল খোঁপা জুড়ে
চোখে লাগে ধাঁধাঁ।
যতদূর চোখ যায়
খোঁজ কেন তারে,
নাইবা আসলো কাছে
হারিয়েছ যারে।
চোখেতে কাজল রাখ
কালো টিপ পড়ে ,
কাজল কি ধুয়ে যাবে
চোখেরও জলে ?
কোনদিন যদি সে
কাছে এসে বলে,
সেই সে মায়াবি চোখ
কেন হারালে ?
জবাব কি আছে রাখা
আঁচলের গিটে ?
তবে ধুয়ে যেতে দাও
যেতে দাও টুটে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন