বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

জানালা

এই আমি এই পাশে 
বন্ধ জানালা,
খুললে পরবে চোখে
ভুলেও খুলনা ।

সারারাত আবৃত্তি 
শিশিরের ঝরা,
অসীম আকাশ একা
তারাদের খরা ।

নিশাচর ভুল পথে
পথের আড়াল,
উড়াল দিলাম রথে
ফেলে গতকাল।

জোনাকির মালা যদি
গেথে ফেল ভুলে,
ভালবেসেই রেখে দিও
জানালা খুলে ।

পথ খুজে পেয়ে যদি
ফিরি কোনদিন ,
ভালবাসা তুলে নিব
শুধিব সে ঋণ।

                     (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন