বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

রংধনু নেই

কালো মেঘের দল ছুটে চল
সাতার কাটব আজ,
আকাশ কাপবে মেঘের ভয়ে
সকাল হতে সাঁঝ।

সব গলিতে হানা দিব 
ঝরবে কান্না জোরে,
কান্না শেষে হালকা হবে
দুঃখ হাসির তোরে ।

একদিন এক নীল সকালে
খেলবে মিষ্টি রোদ,
প্রতিশ্রুতি রংধনুরও
ভাঙ্গবে অবরোধ ।

                               (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন