ঘুমিয়ে ঘুমিয়ে পারি দিলাম
ব্যাথার রাজ্য পার,
সব ব্যাথা তাই অনেক দূরের
অদ্ভুত পারাবার।
এক খেয়ালেই কেটে গেল
স্বর্গ ছোঁয়ার কাছে,
স্বপ্ন মাঝেই রাজা আমি
রাজ্য আমার আছে।
এই এখানে ঘুম পুরীতে
ধুম লেগে যায় নিত্য,
আসতে পার চাইলে তুমি
ভেঙ্গে অহম বৃত্ত।
প্রবেশ সহজ খোলা আছে
সোনার সিংহদ্বার,
ঢুকতে শুধু ইচ্ছা লাগে
ইচ্ছাতে উদ্ধার ।
(এ বি এম এহসান উল্লাহ খান)
ব্যাথার রাজ্য পার,
সব ব্যাথা তাই অনেক দূরের
অদ্ভুত পারাবার।
এক খেয়ালেই কেটে গেল
স্বর্গ ছোঁয়ার কাছে,
স্বপ্ন মাঝেই রাজা আমি
রাজ্য আমার আছে।
এই এখানে ঘুম পুরীতে
ধুম লেগে যায় নিত্য,
আসতে পার চাইলে তুমি
ভেঙ্গে অহম বৃত্ত।
প্রবেশ সহজ খোলা আছে
সোনার সিংহদ্বার,
ঢুকতে শুধু ইচ্ছা লাগে
ইচ্ছাতে উদ্ধার ।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন