বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

কাঠের মালা

সেদিন মেলায় সন্ধ্যা বেলায়
মেলা ভাঙ্গার আগে,
ভিড়ের খেলায় অবহেলায়
সুপ্ত চক্ষু জাগে ।

এইভাবে এই ভিড়ের আরে
নিজের কান্না শুনি ,
অভিযোগের তীব্র বাণে
বুকটা অশ্রুদানি।

নীলচে রঙের কাঠের মালা
দোকান থেকে হাসে,
বিদ্রুপ কি ঝলসে ওঠে
হাসির আশে পাশে ?

কিনে নিলাম কাঠের মালা
আমার হয়েই থাক,
অন্য গলায় যেদিন যাবে
করবে দুঃখ ভাগ ।

                        (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন