বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

জাগে অন্ধকার

তুমি কেন পালিয়ে গেলে 
জানতে চাইনা আর,
জানি শুধু পাতার আড়ে 
জমাট অন্ধকার।

সেই আঁধারে সন্ধ্যাবেলায় 

ডেকেছিলে তিনবার,
অভিমানে মন ভাসালে ভেলায়
ভেসে আসে চিৎকার।

জেগেছে হৃদয় ভুলেছি তোমায়
তুমিও ভুলেছ ঋণ,
তবুও দ্বিধায় কিছুটা সময়
জাগে ভুলে যাওয়া দিন।

                                    (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন