একদিন পর আগের কথা
ভোলা যায় তো সবি,
সব ভুলে যাও স্বপ্ন আনো
নতুন দিনের ছবি।
হাসির মাঝে মুক্ত ঝরাও
অন্তরটা ভয়ে,
ভয় পেয়ে কি কান্না আসে
হৃদযন্ত্র ক্ষয়ে?
ভয় পেওনা ফিরেই গেছি
মুক্ত তোমার মন,
রিক্ত আমার শূন্য ভুবন
সঙ্গী অনশন।
আজ প্রভাতের নতুন আলো
কাটুক আগের কালো,
কালো মাঝের এই আমাকে
ভোলাটাই তো ভালো।
অনেক খানি পথের মায়া
আঁকড়ে ধরে ক্ষণ,
অনেক দূরে যাব চলে
জানবে না তোর মন।
(এ বি এম এহসান উল্লাহ খান)
ভোলা যায় তো সবি,
সব ভুলে যাও স্বপ্ন আনো
নতুন দিনের ছবি।
হাসির মাঝে মুক্ত ঝরাও
অন্তরটা ভয়ে,
ভয় পেয়ে কি কান্না আসে
হৃদযন্ত্র ক্ষয়ে?
ভয় পেওনা ফিরেই গেছি
মুক্ত তোমার মন,
রিক্ত আমার শূন্য ভুবন
সঙ্গী অনশন।
আজ প্রভাতের নতুন আলো
কাটুক আগের কালো,
কালো মাঝের এই আমাকে
ভোলাটাই তো ভালো।
অনেক খানি পথের মায়া
আঁকড়ে ধরে ক্ষণ,
অনেক দূরে যাব চলে
জানবে না তোর মন।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন