দুই প্রহরেই শেষ হয়েছে
কথা বলার মেলা,
কথা শেষের অজুহাতে
ভ্রষ্ট সকল বেলা।
তারপর এক অবাক খেলায়
অস্থির এই মন
বৃষ্টি ভেজা আদ্র মনের
গোপন সংকলন।
ভেজা আধার নীরবতা
পলক আঁটকে পরে,
সম্মোহনে মনের পাড়া
হৃদয় খুজবে কারে ?
(এ বি এম এহসান উল্লাহ খান)
কথা বলার মেলা,
কথা শেষের অজুহাতে
ভ্রষ্ট সকল বেলা।
তারপর এক অবাক খেলায়
অস্থির এই মন
বৃষ্টি ভেজা আদ্র মনের
গোপন সংকলন।
ভেজা আধার নীরবতা
পলক আঁটকে পরে,
সম্মোহনে মনের পাড়া
হৃদয় খুজবে কারে ?
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন