থেমে যেতে যেতে এতকাল একা
মরমের রঙ কালো,
ভুলে যেতে যেতে গতকাল দেখা
ভুলে গেলে হত ভালো।
এক চোখেতে আটকে পড়ে
থমকে হলাম ছবি,
ছবি হয়েই বেচে থাকা
হারিয়ে গেছে সবি।
এই ভুবনে অঙ্গনেতে দীর্ঘ
চলার যাত্রা,
বন্ধু তোমরা অন্তরেতে
গড় শক্তি মাত্রা
মরমের রঙ কালো,
ভুলে যেতে যেতে গতকাল দেখা
ভুলে গেলে হত ভালো।
এক চোখেতে আটকে পড়ে
থমকে হলাম ছবি,
ছবি হয়েই বেচে থাকা
হারিয়ে গেছে সবি।
এই ভুবনে অঙ্গনেতে দীর্ঘ
চলার যাত্রা,
বন্ধু তোমরা অন্তরেতে
গড় শক্তি মাত্রা
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন