বুক পকেটে ঘুমিয়ে আছে
ঘুমন্ত নীল পরী ,
ঘুমিয়ে থাকুক মায়া চোখের
নীলরঙা অপ্সরী।
হটাত যখন হৃদয় মাঝে
তোমার সুরটা বাজে,
বধির তখন সকল দুয়ার
সকাল দুপুর সাঁঝে।
লক্ষ মুক্তো মনির মালা
তোমার হাসির দাম,
ঘুমিয়ে যখন একটু হাস
সপ্নে অবিরাম।
এইভাবে এই জনমটা যাক
খেয়াল রাজ্যে মগ্ন ,
তোমার ঘোরে যাকনা কেটে
এই জীবনের লগ্ন।
তোমার খোঁপায় দিলাম গুজে
রক্ত জবার মালা,
নীল পরীটা লাল হল আজ
রিক্ত হবার পালা।
জনম জনম থাকবে তুমি
এই বুকটা জুড়ে,
চলে গেলে শূন্য হবে
যাবে সুখটা উড়ে ।
তোমার হাতটি হাতে নিয়ে
পথিক হবার আশা,
আশাই শুধু আর কিছু নয়
আমার ভালবাসা
(এ বি এম এহসান উল্লাহ খান)
ঘুমন্ত নীল পরী ,
ঘুমিয়ে থাকুক মায়া চোখের
নীলরঙা অপ্সরী।
হটাত যখন হৃদয় মাঝে
তোমার সুরটা বাজে,
বধির তখন সকল দুয়ার
সকাল দুপুর সাঁঝে।
লক্ষ মুক্তো মনির মালা
তোমার হাসির দাম,
ঘুমিয়ে যখন একটু হাস
সপ্নে অবিরাম।
এইভাবে এই জনমটা যাক
খেয়াল রাজ্যে মগ্ন ,
তোমার ঘোরে যাকনা কেটে
এই জীবনের লগ্ন।
তোমার খোঁপায় দিলাম গুজে
রক্ত জবার মালা,
নীল পরীটা লাল হল আজ
রিক্ত হবার পালা।
জনম জনম থাকবে তুমি
এই বুকটা জুড়ে,
চলে গেলে শূন্য হবে
যাবে সুখটা উড়ে ।
তোমার হাতটি হাতে নিয়ে
পথিক হবার আশা,
আশাই শুধু আর কিছু নয়
আমার ভালবাসা
(এ বি এম এহসান উল্লাহ খান)
নীল পরী।
উত্তরমুছুন(যে কথা তোমায় হয়নি বলা)
নীল পরী আমার!
বেঁচেত আছি আজও, তোমায় এক চিলতে লিখব বলে। আমার সকল প্রাণ কাব্যে খুঁজে ফিরি তোমায় কোন এক ভিন্নতর ছলে।
প্রিয়তম নীল পরী!
নীল দিগন্তের নীলাভ আভে, আমি আজও বার বার তোমায় খুঁজি।
সত্যি বলতে কি, তোমার সব নীল রঙ্গিলা সৌন্দর্য্যে আমি যে নীলকেই বুঝি।
বিশ্বাস কর প্রিয়তমা; নীল শাড়ী আর নীল চূড়িতে তোমায় নিবিড় করে দেখব বলে কত নীল স্বপ্নে মগ্ন ছিলেম আমি।
তোমার শীতল হাতের পরশে একপালি সুখ পাব বলে, দিবানিশি কতশত করেছি পাগলামি।
মোনালিশার স্বপ্নীল চাহনির মৃদু ছোঁয়ায় কতবার তোমায় খুঁজেছি। রেনেসার প্রজ্জ্বলিত বুদ্ধির দীপ্ত আভায় বহুবার তোমাতে মিলেছি।
তোমার নীলতরু চূলের সু-উচ্চ নীলিমায় আলতু করে হাত ছোঁয়াব বলে অজস্র স্বপ্নে বিভোর হয়েছি।
আর একান্ত আপন করে তোমায় প্রণয়ে ভোলাব বলে, সুখ ভাবনায় কত নীল ছবিই না এঁকেছি।
কি আর বলব; সবই যে হলো পন্ড। কি ভাবে গোছাব বলো নিয়তির এ নিষ্ঠুর দন্ড?
আজও এক অদ্ভূত নিঃসঙ্গতায় পুড়ছে ভোলা মন, অজানা এক রুদ্রতায়
কাঁপছি সারাক্ষন।
চারিধারে সবই আছে, তবুও কিসের এ যেন বড্ড প্রয়োজন। কি এক অদ্ভূত অার্তনাদ চলছে চারিদিকে, সদা সর্বক্ষন।
মাঝে মাঝে মনে হয়, তোমার নুপুর পায়ের শব্দে বুঝি ঘুম ভেঙ্গে যায়। তোমার ঐ নীলাব রঙ্গিন স্পর্ষ যেন ধুলাতে মিলায়!
কি যে বোকা তুমি, নীল!বড্ড ভালবাসতে আমায়। অথচ বলতে চেয়েও বলতে পারনি, এড়িয়ে গেছ হেলায়।
মঝেছ তুৃমি অন্য প্রাণে, অন্যখানে; এক অজানা যাতনায়,
যেমনটি মঝেছি আমি চিরচেনা অপূর্ব এক মিথ্যে ছলনায়।
হলি খেলায় তব জীবন সাঙ্গ করে অন্তে এসে বলি, ক্ষম তব প্রিয়তমা, ক্ষম আমায়। কেন মনখুলে আমিও বলতে পারিনি ভালবাসি তোমায়, ওগো ভালবাসি তোমায়।