ধীরে ধীরে ভিড়ে
হয়ে যাই একা ,
শত কোলাহলে
নিরিবিলি থাকা।
কেমন যেন খারাপ লাগে
গোপনে মন ভাঙ্গে ,
ভাব আছে তো,শব্দ কোথায় ?
শব্দ গভীর গাঙে।
এরপর কি মিশেই যাব
কষ্ট জাঁতাকলে ?
মিশে গিয়ে নিঃশেষিত
প্রশ্ন মনে দোলে।
কাকে বলি মনের গল্প?
ঝিম মেরেছি ভোরে ,
বুকের কূপে ছাইয়ের গন্ধ
ঝিম মারলেও পোড়ে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
হয়ে যাই একা ,
শত কোলাহলে
নিরিবিলি থাকা।
কেমন যেন খারাপ লাগে
গোপনে মন ভাঙ্গে ,
ভাব আছে তো,শব্দ কোথায় ?
শব্দ গভীর গাঙে।
এরপর কি মিশেই যাব
কষ্ট জাঁতাকলে ?
মিশে গিয়ে নিঃশেষিত
প্রশ্ন মনে দোলে।
কাকে বলি মনের গল্প?
ঝিম মেরেছি ভোরে ,
বুকের কূপে ছাইয়ের গন্ধ
ঝিম মারলেও পোড়ে।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন