সিরামিকের শাদা ফুলদানিটা বাম হাত থেকে ছেড়ে দিয়েছিলাম,কালো শক্ত মেঝেতে পড়ে চুরমার হয়ে যাক।বেশ কিছু সময় তো লাগে পড়ে জেতে,তারপর ভেঙ্গে যেতে,তাই আবার ডান হাতে ধরেছি ,ভেঙ্গে যাবার কিছু আগে।
ফুলদানিটা কারো খোঁপায় ছিল তাই ভাঙ্গতে গেলে নিজেই ভেঙ্গে যাচ্ছি বলে মনে হয়।
ফুলদানিটা কারো খোঁপায় ছিল তাই ভাঙ্গতে গেলে নিজেই ভেঙ্গে যাচ্ছি বলে মনে হয়।
এই ঘরের হলুদ আলো ছাড়া আর কোন রঙ নেই,একটা মাত্র জানালায় নীল রঙ।সে জানালার ফাক গলে হাত টা বাইরে নিলে হাতে শুধু নীল রঙ লেপটে যায়।ঘরময় হলুদ আর জানালার নীল রঙ মিলে কবে যে কি রঙ হয় সে আশঙ্কাও আসে মনে ।
নীল জানালায় একটা শাদা মুখ চোখে পড়ল।
কিছু বলবে নাকি? নাকি ভিক্ষে চায় ! বললাম কিছু বলতে ।
এটাও বুঝলাম চোখ নেই মেয়েটার কিন্তু তবু যেন দেখছে।
কিছু বলবে নাকি? নাকি ভিক্ষে চায় ! বললাম কিছু বলতে ।
এটাও বুঝলাম চোখ নেই মেয়েটার কিন্তু তবু যেন দেখছে।
-আপনার শাদা বিড়াল টা একটু পরে বাঘ হয়ে আপনাকে খেয়ে ফেলবে ।
আমি বলতে ভুললাম না যে বিড়াল টা তো দেয়ালের পেইন্টিং এ ছিল, সেখান থেকে লাফ দিয়ে
পাশে এসে বসল ।ঘরময় আমি আর সে । কেটে গেছে অনেক মুহূর্ত,একটি বারের জন্যও সে আমার টুকরো টুকরো নিঃশ্বাস গুলো খেয়ে ফেলেনি ।সে বাঘ হবে কেন !
পাশে এসে বসল ।ঘরময় আমি আর সে । কেটে গেছে অনেক মুহূর্ত,একটি বারের জন্যও সে আমার টুকরো টুকরো নিঃশ্বাস গুলো খেয়ে ফেলেনি ।সে বাঘ হবে কেন !
-কারন আপনি মনে করেন অথবা একটু পরেই মনে করবেন সে আপনাকে বাঘ হয়ে খাবে ।
-তারপর ?
-তারপর এই ঘরে শুধুই শুন্যতা,বিড়াল টা আবার পেইন্টিং এ ফিরবে।আসলে আপনার দরকার ছিল একটা রক্ত গোলাপ ।
-গোলাপ পাব কোথায় ?
-আপনার সব রক্ত যদি এই ঘরময় ছড়িয়ে যায় তাহলে একটা গোলাপ হতে পারতো কিন্তু সেতা রাখবেন কোথায় ফুলদানিটা তো ভাঙ্গা !
-না না ভাঙ্গেনি ।
-তারপর ?
-তারপর এই ঘরে শুধুই শুন্যতা,বিড়াল টা আবার পেইন্টিং এ ফিরবে।আসলে আপনার দরকার ছিল একটা রক্ত গোলাপ ।
-গোলাপ পাব কোথায় ?
-আপনার সব রক্ত যদি এই ঘরময় ছড়িয়ে যায় তাহলে একটা গোলাপ হতে পারতো কিন্তু সেতা রাখবেন কোথায় ফুলদানিটা তো ভাঙ্গা !
-না না ভাঙ্গেনি ।
-ভেঙ্গেছে ,বাম থেকে ডান হাতে যাবার অনেক আগেই চুরমার ।
মেয়েটা চলে যাচ্ছে ,হেসে হেসে,কত সুন্দর সেই হাসির শব্দ।এই হলুদ ঘর আর হলুদ হয়ে এল।
বাইরে থেকে তালাবদ্ধ এই ঘরটার দরজায় আস্তে আস্তে টোকা দিয়ে কি বলব ,"এই যে কেউ কি আছেন ?খুলুন অথবা ভেঙ্গে ফেলুন না !আমাকে বাইরে প্রবেশ করতে দিন"
বিড়াল টা বাঘ হয়ে বসে আছে ।চোখ দুটো কি ভীষণ কালো !বাঘের চোখ ক্ষোভে কালো হয় ?
এমন একটা ইচ্ছে এসেছিল, মনে হয় বলি,ভালবাসা না থাকলেই কি সব বিড়াল কে বাঘ হয়ে যেতে হয় ?
বলা হয়নি।
এমন একটা ইচ্ছে এসেছিল, মনে হয় বলি,ভালবাসা না থাকলেই কি সব বিড়াল কে বাঘ হয়ে যেতে হয় ?
বলা হয়নি।
আমি এখন লাল একটা ঘরে।
আমার পায়ে বড় বড় নখ।বড় হয়েই যাচ্ছে!!!
আমার পায়ে বড় বড় নখ।বড় হয়েই যাচ্ছে!!!
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন