তারার বুকে অংক কষি
জমিন পাতার ফর্দ শেষ
হারিয়ে যেতে আকাশ লাগে
উড়া উড়ি লাগছে বেশ ।
ঘরের মায়া হারিয়ে গেছে
বুকটা থাকবে খালি
নোনতা জলে বুকটা ভরুক
থাকুক মুখের কালি।
মাটির নীড়ে পড়ুক আবেগ
কথা বলার সময় নেই
ভুল দোটানায় অহম উড়ুক
পরুক মৌন ভুলুক খেই ।
নাইবা গেলে কান্না পাড়ায়
মনটা থাকুক আধারে
মশাল জ্বেলেই আধার আনো
আলো বনের দুধারে ।
সুখ অসুখের অবাক মেলায়
খোজা খুজির সময় শেষ
মিলিয়ে যাওয়া বর্তমানে
অতীত নামের হাপিত্যেশ ।
যা মনে চায় বলুক তোমার
নিষেধ করা চোখের জল
অনেক দামে কিনে কেন
তোমার বৃথা শ্রাবণ ঢল ।
হটাৎ সময় আগের পরের
দৈত্য হবে রাতের ঘুম
ইচ্ছা খেলা তবুও জেনো
স্বপ্ন দণ্ডে পড়বে ধুম ।
(এ বি এম এহসান উল্লাহ খান)
জমিন পাতার ফর্দ শেষ
হারিয়ে যেতে আকাশ লাগে
উড়া উড়ি লাগছে বেশ ।
ঘরের মায়া হারিয়ে গেছে
বুকটা থাকবে খালি
নোনতা জলে বুকটা ভরুক
থাকুক মুখের কালি।
মাটির নীড়ে পড়ুক আবেগ
কথা বলার সময় নেই
ভুল দোটানায় অহম উড়ুক
পরুক মৌন ভুলুক খেই ।
নাইবা গেলে কান্না পাড়ায়
মনটা থাকুক আধারে
মশাল জ্বেলেই আধার আনো
আলো বনের দুধারে ।
সুখ অসুখের অবাক মেলায়
খোজা খুজির সময় শেষ
মিলিয়ে যাওয়া বর্তমানে
অতীত নামের হাপিত্যেশ ।
যা মনে চায় বলুক তোমার
নিষেধ করা চোখের জল
অনেক দামে কিনে কেন
তোমার বৃথা শ্রাবণ ঢল ।
হটাৎ সময় আগের পরের
দৈত্য হবে রাতের ঘুম
ইচ্ছা খেলা তবুও জেনো
স্বপ্ন দণ্ডে পড়বে ধুম ।
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন