ভালো মানুষ হৃদয় তোমার
আকাশ থেকেও বড়,
হৃদয় মাঝে আকাশ পোষ
সলীল বক্ষে ধর ।
হৃদয় মাঝে আকাশ পোষ
সলীল বক্ষে ধর ।
তোমার থেকে ধার করব
অনেক রঙের গুণ,
তখন দেখো মানুষ হব
ধরবেনা আর ঘুণ।
অনেক রঙের গুণ,
তখন দেখো মানুষ হব
ধরবেনা আর ঘুণ।
খুব অল্প এই সময়ে
থাকব নেশায় পড়ে ,
নেশায় নেশায় দুপুর বেলায়
মর্মে কড়া নড়ে ।
থাকব নেশায় পড়ে ,
নেশায় নেশায় দুপুর বেলায়
মর্মে কড়া নড়ে ।
আমার আঁধার অনেক গাঢ়
চোখের আলো শেষ ,তোমার আলো পড়লে চোখে
থাকবে আশার রেশ।
( নয়ন এবং অপূর্ব দুজন ভালো মানুষের প্রতি)
(এ বি এম এহসান উল্লাহ খান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন