যখন তুমি দুঃখ পেলে
কষ্ট হল জল,
চোখ দিয়ে যেই নামতে গেল
হল শ্রাবণ ঢল।
কষ্ট হল জল,
চোখ দিয়ে যেই নামতে গেল
হল শ্রাবণ ঢল।
নিয়ম যখন থমকে যাওয়া
শেষের একটু আগে ,
শোক গুলো সব জমিয়ে রাখি
সুখের আগে ভাগে ।
শেষের একটু আগে ,
শোক গুলো সব জমিয়ে রাখি
সুখের আগে ভাগে ।
এখন তো আর পা পড়েনা
শূন্যে হাটি ভেসে,
তুমিও কাঁদো দেখতে থাকি
হেসো কান্না শেষে।
শূন্যে হাটি ভেসে,
তুমিও কাঁদো দেখতে থাকি
হেসো কান্না শেষে।
(এ বি এম এহসান উল্লাহ খান)