সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

ভালোবাসা

যখন তুমি বাসলে ভালো
ভুল বুঝেছে মন,
কেদনা মন ভালো থেকো
চোখেতে অনশন।
এখন তুমি অনেক দূরে
কেমন করে থাক ?
আমার স্মৃতি সত্যি ওড়ে ?
তেমন মনে রাখ ?
অনুভূতি কয়দিন আর
থাকবে অনেক তাজা !
দুদিন পরে বাসি হবে
সেসব স্মৃতির সাজা ।
যে হাত ধরে শান্তি লাগে
দুঃখ ভোলায় ছুয়ে,
সে হাত মাঝে হাত পুরলে
সুখ গো ভেলায় নুয়ে ।
যে চোখটি খুজছে আমায়
তোমায় খোঁজে অন্য,
চার চোখেরই মিলন হবে
ভালোবাসায় ধন্য ।
                          (এ বি এম এহসান উল্লাহ খান)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন