শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

আষাঢ়ে নয় শ্রাবণে

 পকেটে রাখা ছবিটা ভেজাই ছিল 
ভিজে গেল বৃষ্টিতে,
ছাতাটা ভেঙ্গে গেছে অনেক আগে
হারামির মত ।

অন্ধকারে এভাবে পরে যায় মুভিতে
পরে গেলাম আমিও,
শিকড় না উপড়ে গেলেও বুড়ো আঙ্গুলের
নখ উপড়ে গেছে ।
রক্তের রঙ অন্ধকারে কালোই হয়
না ,না, নীল বলার অযৌক্তিক কারণও নেই।

খুড়িয়ে খুড়িয়ে কোথায় জাচ্ছি জানিনা,
তবে বুঝতে পারলাম ,
ভেজা ছবিটা হাত থেকে মিলিয়ে গেছে আঁধারে,
হয়তবা ভিজছেই ,
অনেকদিন শুকনো ছিলত !

ছবিটা আমি চুরি করেছিলাম
ছোট ফুফুর ঘর থেকে

আমার মায়ের ছবি ।

                                      (এ বি এম এহসান উল্লাহ খান) 

তোমরা

ভালো মানুষ হৃদয় তোমার 
আকাশ থেকেও বড়,
হৃদয় মাঝে আকাশ পোষ 
সলীল বক্ষে ধর ।

তোমার থেকে ধার করব
অনেক রঙের গুণ,
তখন দেখো মানুষ হব
ধরবেনা আর ঘুণ।

খুব অল্প এই সময়ে
থাকব নেশায় পড়ে ,
নেশায় নেশায় দুপুর বেলায়
মর্মে কড়া নড়ে ।

আমার আঁধার অনেক গাঢ়
চোখের আলো শেষ ,
তোমার আলো পড়লে চোখে
থাকবে আশার রেশ। 

( নয়ন এবং অপূর্ব দুজন ভালো মানুষের প্রতি)

                                               (এ বি এম এহসান উল্লাহ খান)